কবিতা : চুমু

চুমু 

ইঞ্জামামুল হক 


মুখচোরা,লাজুকলতা বদন

কেড়ে নিল...

দুই ওষ্ঠ জাগরিত হল 

অব্যাক্ত আহ্বানে ।

দুজনার দুই ওষ্ঠ উপরিপাত হল ।

হৃদয়ের দামামা অনুনাদ ছুঁয়ে গেল ।

প্রেম পেলাম উষ্ণ;

চিরন্তন তার সুখ ।


১৭ জুলাই ২০২০

সুজনীপাড়া



Comments