Posts

Showing posts from August, 2020

কবিতা : চুমু

চুমু  ইঞ্জামামুল হক  মুখচোরা,লাজুকলতা বদন কেড়ে নিল... দুই ওষ্ঠ জাগরিত হল  অব্যাক্ত আহ্বানে । দুজনার দুই ওষ্ঠ উপরিপাত হল । হৃদয়ের দামামা অনুনাদ ছুঁয়ে গেল । প্রেম পেলাম উষ্ণ; চিরন্তন তার সুখ । ১৭ জুলাই ২০২০ সুজনীপাড়া

Poetry জয়

জয় ইঞ্জামামুল হক    বুকের ভিতর গভীর ক্ষত আলোক বেগে ছুটছে স্নায়ুবেগ, দেহের আনাচে কানাচে রক্ত সঞ্চালন মাথার মগজ বিদীর্ন করছে উন্মত্ততা,কৌতূহল যত বিশ্বজয়ে । Victory Injamamul Hoque Deep wound inside the chest  Nerve speed running at the speed of light,  Blood circulation throughout the body  The brain is tearing  Frenzy, curiosity as much as the world.

Bengali Poetry by Injamamul Hoque

ক্ষুধা ইঞ্জামামুল হক  ঠাঁই বসে আছি  ফুটো ছাউনি,ভাঙা ঘরে । সকাল কেটে যায়, বেলা বাড়ে । মাথার উপর উত্তপ্ত আগুন দলা আছড়ে পড়ছে । লবনাক্ত ঘাম দেহ সমুদ্রে থৈ থৈ করছে । ভুখা পেটে দস্যুদের হানা, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে অন্ত্র । শিরা ধমনী জুড়ে প্রবাহমান শুধু এক নিস্প্রভ অসাড় নিরস পুষ্টিহীন রক্তস্রোত; প্রায় নিঃশেষ তার গতি । Hunger Injamamul Hoque I am sitting still Leaked tents, broken rooms. The morning passes, the day grows. The hot fire is crashing on the head. Salty sweat body is throbbing in the sea. Hunger strikes, The intestines are tearing apart. The veins are just one flowing across the arteries Dull numb dull malnutrition; Its speed almost exhausted.